মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত সিটি: স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কুয়েত বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে। শনিবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে কুয়েত বিএনপির সহ সভাপতি আল আমিন স্বপন এর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক আবুল হাসেম এনাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন হলে দেশে গনতন্ত্র ফিরে আসবে, জিয়ার আদর্শ বাস্তবায়নে জিয়ার সৈনীকদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নিতে হবে। বেগম জিয়ার ডাক পেলেই সকলে আন্দোলনে ঝাপিয়ে পড়ার প্রত্যয় ব্যাক্ত করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, সহ সভাপতি নাসের মর্তুজা, আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মাইমুন, আনম তোহা মিলন, শাহ জাহান সবুজ, আবুল বাসার, মমিন উল্লাহ, আব্দুল কাদের, মোস্তাফিজুর রহমান, জাকীর হোসেন তালুকদার, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান, কোরবান আলী, শাহ আলম, মোশারেফ হোসেন, জাকির হোসেন, হোসাইনুদ্দিন, জামাল উদ্দিন, ইমরান কবীর, নাছির আহম্মেদ, মোহামদ হানিফ, আব্দুল হাই, রহীম উল্লাহ, সামছুল আলম সহ আরো অনেকে। শহীদ জিয়ার রুহের মাগফেরাত, বেগম জিয়ার দির্ঘায়ু ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন।
Discussion about this post