কুয়েতে ইন্ডিগো এয়ারলাইনস এবং ট্রাভেলপোর্ট-এর যৌথ উদ্দ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে অবস্থিত বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে বাছাই শেষে ১০টি দলের অংশগ্রহণে শুক্রবার (৩ জানুয়ারি) বুলেভার্ড ক্রিকেট গ্রাউন্ডে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কুয়েতে বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে কর্মরত ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মিসর, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা এই খেলায় অংশ নেন।
খেলায় শিরোপা অর্জন করে আল রাশিদ ট্রাভেল এজেন্সি এবং রানার্সআপ হয় সিজার ট্রাভেল এজেন্সি। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ, বিজয়ী দল এবং র্যাফেল ড্র’-তে জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই টুর্নামেন্ট কুয়েতে অবস্থিত বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মীদের একে অপরের সঙ্গে পরিচিতি হওয়ার পাশাপাশি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে মত বিশ্লেষকদের।
Discussion about this post