
ঋতুরাজ বসন্তকে বরণে প্রস্তুত হচ্ছে প্রকৃতি। বসন্ত রাজাকে বরণ করতে প্রকৃতিতে যেমন লাগছে রঙের ছোঁয়া ঠিক তেমনি বসন্তকে বরণে প্রবাসীরাও পিছিয়ে নেই। শুক্রবার কুয়েতের সালমি মরুভুমির তাবুতে এমন এক ফাল্গুনের রঙে রঙিন হতে দেখা গেছে কুয়েত প্রবাসীদের। সৈয়দ রাঙা, আতাহার খান, মনিরুল ইসলাম ও মনির হোসেন বাবু, ইঞ্জিনিয়ার ফরিদ এর পরিচালনায় এবং ফাহিমা মনির, ছবি রহমান, লাইলা শিল্পী, বিথী এর পরিকল্পনায় অনুষ্ঠানে যেমন খুশি সাজে কোমলমতি শিশুরা। গ্রামবাংলার কৃষক, বাইদানি, ভিখারি, পাগল, নববধু, রাখাল বিভিন্ন সাজে বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলে মরুর বুকে। নানা রংয়ের ফুলের গহনা ও লাল,সবুজ ও হলুদ মিশ্রণের শাড়ীতে সেজেছে রমনীরা আর পুরুষরা পান্জাবীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিল ফাল্গুন কে। বাসা হতে নিজের হাতে তৈরি করে নিয়ে আসে দেশের বিভিন্ন অঞ্চলের প্রসিদ্ধ পিঠা, মিষ্টি ও ঝাল নাস্তা,গরু ও মুরগির মাংসের বিরিয়ানী।

আয়োজকরা বলেন এ ধরণের আয়োজনের মাধ্যমে প্রবাসে বেরে উঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যরে সঙ্গে পরিচয় করা ও ধারণা দেয়াই মূল লক্ষ্য তাদের।
Discussion about this post