দীর্ঘ জল্পনা কল্পনা শেষে অবশেষে ২৮ শে জানুয়ারী রোববার থেকে কুয়েতে চালু হতে যাচ্ছে পারিবারিক ভিজিট ভিসা। শুধু ভ্রমন নয় চাইলে ভ্রমনে এসে নতুন নির্দেশিকা এবং শর্ত মেনে কুয়েতে আকামা লাগিয়ে বৈধভাবে বসবাস করার সুযোগও থাকছে। এমন খবর স্থানীয় গনমাধ্যমে। তবে কুয়েতে কোন প্রবাসী তাদের পরিবারকে কুয়েত ভ্রমনে ভিজিট ভিসার আবেদন করতে চাইলে অবশ্যই থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং মাসিক বেতন সনদ আটশো দিনারের উপরে যা বাংলাদেশী টাকায় তিন লাখের উপরে।
সরকারী গেজেটে অনুসারে প্রকাশের তারিখ থেকে কার্যকর হবে। মন্ত্রিপর্যায়ের রেজোলিউশন নং 957/2019 এর 30 অনুচ্ছেদে বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমে কিছু পেশা উল্লিখিত করা হয়েছে। যেসব পেশার ক্ষেত্রে এই আইন শিথিলযোগ্য করা হয়েছে। পেশাগুলো হচ্ছে সরকারী সেক্টরের মধ্যে উপদেষ্টা, বিচারক, প্রসিকিউটর, বিশেষজ্ঞ এবং আইনী গবেষক। ডাক্তার এবং ফার্মাসিস্ট সহ চিকিৎসা পেশাদাররা। বিশ্ববিদ্যালয়, কলেজ এবং উচ্চতর প্রতিষ্ঠানের অধ্যাপকগণ। স্কুলের প্রশাসক, উপাধ্যক্ষ, শিক্ষা পরামর্শদাতা, শিক্ষক, সমাজকর্মী এবং সরকারি সেক্টরের মধ্যে ল্যাবরেটরি পরিচারক। বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও অর্থনৈতিক বিষয়ে বিশেষজ্ঞ উপদেষ্টা। প্রকৌশলী। মসজিদে ইমাম, ধর্ম প্রচারক এবং মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা। সরকারী সংস্থা এবং বেসরকারী উভয় বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারিক। নার্সিং স্টাফদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত ব্যক্তিরা, নার্স, প্যারামেডিকস, এবং যারা বিভিন্ন বিশেষত্বে চিকিৎসা প্রযুক্তিগত পদে অধিষ্ঠিত, সেইসাথে সমাজসেবা ভূমিকায় থাকা ব্যক্তিরা। সরকারী সেক্টরের মধ্যে সমাজকর্মী এবং মনোবিজ্ঞানী, সাংবাদিক, ফেডারেশন এবং স্পোর্টস ক্লাবের সাথে যুক্ত কোচ এবং ক্রীড়াবিদ, পাইলট এবং ফ্লাইট অ্যাটেনডেন্ট। মৃত ব্যক্তিদের দাফন কাফনের দায়িত্বে থাকা । তবে মানবিক দিক বিবেচনা করে কুয়েতে জন্মগ্রহণকারী অথবা কুয়েতের বাইরে জন্মগ্রহণকারী শিশু যাদের বয়স ৫ বছরের বেশি নয়, যাদের বাবা-মা কুয়েতে বৈধভাবে আছেন তাদের বেতনের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রেসিডেন্স অ্যাফেয়ার্সের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা সেট করা নির্দেশিকা এবং শর্ত অনুসারে এই ছাড় দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা এবং শর্ত মেনে এখন থেকে কুয়েত প্রবাসীরা তাদের পরিবারকে নিয়ে কুয়েতে বসবাস করতে পারবেন। তবে কুয়েতে অবস্থানরত কোন দেশের অভিবাসীরা তাদের পরিবারকে কুয়েতে আনার অনুমতি পাবেন সেই দেশের কোন তালিকা প্রকাশ করা হয়নি সংবাদে। মূলত বিভিন্ন দেশ থেকে কুয়েতে আসতে ভিসার কোন বাধাবাধ্যকতা না থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে নিতে হয় বিশেষ অনুমতি । তাই কুয়েতে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ থাকলেও ভিসা জটিলতার কারণে সুযোগটি নিতে পারছে না বাংলাদেশ।
এক সময় খুব সহজ ছিল কুয়েতের ভিজিট ভিসা। কুয়েতে ভিজিট ভিসায় ভ্রমনে এসে ফেরত না গিয়ে অনেক ভ্রমনকারী দেশটিতে অবৈধ ভাবে বসবাস করছিল। এমন অভিযোগে বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বেশ কিছুদিন থেকে পারিবারিক ভিজিট ভিসা বন্ধ রেখেছিল দেশটি। নতুন করে ভিজিট ভিসার নিয়ম পরিবর্তন করার কারন হিসেবে সংশ্লিষ্টরা মনে করেন কুয়েত চায় তাদের দেশে শিক্ষিত এবং দক্ষ প্রবাসীরা ভ্রমনে আসুক। তাই দীর্ঘদিন পর ভিসা খুলার সুখবর পেলেও সাধারন প্রবাসীরা হতাসাগ্রস্থ। মানবিক বিবেচনা করার অনুরোধ কর্তৃপক্ষের কাছে।
Discussion about this post