কুয়েতে দিন দিন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের সংখ্যা কমে যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ কুয়েতে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের। বাংলাদেশ সরকারের প্রতি কুয়েতে বাংলাদেশী ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি ও বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ খাতের টেকনিক্যাল বিভাগে বেশ সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশি প্রকৌশলীরা। দেশটির বিভিন্ন মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ প্রকৌশল সহযোগিতা দিয়ে বেশ সুনামও কুড়িয়েছেন বাংলাদেশি ইঞ্জিনিয়াররা। তাদের কেউ কুয়েতের তেল মন্ত্রণালয়, কেউবা বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়, কেউ কৃষি মন্ত্রণালয় আবার কেউ বৈমানিক কিংবা টেলিকমিনেকেশন ইঞ্জিনিয়ার সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শুক্রবার কাবাদ অঞ্চলের একটি রিজোর্টে কুয়েতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ, (আই ই বি) কুয়েত চ্যাপ্টারের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠানে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের মিলন মেলায় পরিনত হয়।
দিনব্যাপী আনন্দ-উৎসবসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় এই মিলন মেলার। দিনব্যাপী ছিলো ছোট বড় নারী পুরুষদের বল নিক্ষেপ, বালিশ খেলা, বিঙ্গোসহ বিভিন্ন খেলাধূলা, গৃহীনিদের তৈরী পিঠা পায়েশ,ফোসকা চটপটি, নানান মিষ্টান্ন খাবারের সমারোহ। কর্মব্যস্তময় প্রবাস জীবনে বছরে একটি দিন সবাই একত্রিত হতে যেমন আন্দিত তারা তেমনি উদ্বেগ দিন দিন কুয়েতে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের সংখ্যা কমতি দেখে। সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস মল্লিক এর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
এই গেট টুগেদারের মাধ্যমে কুয়েতে বাংলাদেশি ইঞ্জিনিয়ার ও তাদের পরিবারের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরো মজবুত করার চেষ্টা করেন বলে জানান সংগঠনের চেয়ারম্যান । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুয়েত এয়ারওয়েজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আব্দুল রহমান আল-দোইসারি, ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীর, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি) টু কুয়েত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন, সংগঠনের অনারারি সেক্রেটারি ইঞ্জি. মোহাম্মদ আতাহার আলী, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি (কেএনপিসি) ইঞ্জিনিয়ার আবদুস সালাম, KOTC ইঞ্জিনিয়ার আফতাব আহমেদ , ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কুয়েত এয়ারওয়েজের ইঞ্জিনিয়ার শাহেদ সিনহা, ডা. মনিরুজ্জামান, মিনিস্ট্রি অফ ইলেকট্রিসিটি, ওয়াটার আইটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী, ইঞ্জিনিয়ার হুমায়ুন সুলায়মান কবির, আইটি ইঞ্জিনিয়ার মুসতাফিজ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত এর সভাপতি লুতফর রহমান মুকাই আলী বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ বাংলাদেশি ইঞ্জিনিয়ার, ডাক্তার ও তাদের পরিবারবর্গ।
Discussion about this post