কুয়েতে বাংলাদেশের সঙ্গে মিল রেখে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সঙ্গে মিল রেখে কুয়েতেও প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাস, কুয়েতের হল রুমে প্রথম দিনের ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারে কুয়েতে মোট ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬ জন ছাত্র ও ৮ জন ছাত্রী । পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও পাসপোর্ট ও ভিসা সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খাঁন, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জিহোন ইসলাম।
Discussion about this post