আল আমিন রানা কুয়েত প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের নেতাকর্মী এবং নিস্ত্র জনগণের উপর ৫ই মে গভীর রাতে নির্বিচারে গনহত্যা চালোনো এবং দিগন্ত ও ইসলামী টিভি সম্পচার বন্ধের প্রতিবাদে কুয়েত সিটির গুলশান হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার উদ্যোগে ৬ই মে প্রতিবাদ সভার আয়োজন করেন। আবুল হাশেম এর সঞ্চালনায় কুয়েত বিএনপির সহ সভাপতি মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার সহ সভাপতি মাঈন উদ্দিন মাঈন, আব্দুল কাদের মোল্লা, যুগ্ন সম্পাদক আক্তারউজ্জামান,বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের আহম্মেদ, বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র সাফাত অঞ্চন’র সভাপতি মাওলানা হাফেজ খুশিদ আলম, কুয়েত বিএনপির সংগঠনিক সম্পাদক হুমায়ন কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএরপির অংসগঠনের নেতাকর্মীরা। বক্ততারা বলেন-গনহত্যা চালিয়ে লাশ গুম করে ইসলামের সৈনিকদের আন্দোলন বন্ধ করা যাবেনা। বর্বরোচিত মানবতাবিরোধী গনহত্যা ২৫শে মার্চের কালো রাতকে ও হার মানিয়ে গত ৫মে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশ, র্যাব, বিজিবি হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা ও গুম করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছন কুয়েত বিএনপির ১৮ দলের নেতারা। গনহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারী এ ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করেন প্রতিবাদ সভায়। বক্ততারা আরো বলেন আলেম ওলামা পীর মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষদের পাইকারীভাবে পাখি শিখারের মত গুলী করে গনহত্যাকারী খুনী জালেম সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান কুয়েত বিএনপি শাখার পক্ষ থেকে।
Discussion about this post