কুয়েতে বিক্রিত পণ্য নিরাপদ বলে জানিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। কুয়েতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগের প্রতিনিধি দলের কার্যক্রমে সন্তুষ্ঠ দেশটির নাগরিক সহ প্রবাসীরা। যে কোন পণ্যের গুনগত মানে কোন সন্দেহ নেই বলে বিশ্বাস করেন তারা। সম্প্রতি ক্যান্সারের ঝুঁকি থাকে এমন উপাদান ”কার্সিনোজেনিক বেনজিন” পাওয়ায় আমেরিকান এবং কানাডিয়ান বাজার থেকে কিছু কসমেটিকস পণ্য প্রত্যাহার করার খবর পাওয়া গেছে। এমন খবরে কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কুযেতে তাদের ভোক্তাদের আশ্বস্ত করেছে যে কুয়েতের বাজারে পণ্যগুলি সম্পূর্ণ নিরাপদ। স্থানীয় গনমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। কুয়েতে ভোক্তা সুরক্ষা বিভাগের প্রতিনিধি দল এতটাই সচল যে সাধারণভাবে একজন ভোক্তা কোন অভিযোগ দেওয়ার সুযোগ থাকে না। ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের প্রতিনিধি দল সার্বক্ষনিক কুয়েতের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে থাকেন। গুনগতমান যাচাই, ন্যায্য মূল্য, বিভ্রান্তিকর বিজ্ঞাপন, নিম্নমানের পণ্য বা অসন্তোষজনক পরিষেবার সহ যদি কারো বিরোদ্ধে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের অভিযোগ প্রমানিত হয় তাহলে অভিযোগকারিকে জেল জরিমানা এমন কি কুয়েত থেকে বিতারিত সহ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা সহ কঠোর শাস্তি পেতে হয় ।
দীর্ঘদিন থেকে কুয়েতে কসমেটিকস এবং ফুড সেক্টরে কাজ করছেন এমন প্রবাসীরা কুয়েতে ভোক্তা সুরক্ষা বিভাগের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে বলেন এই দেশে শতভাগ আইন মেনে অনেক যাচাই বাছাই শেষে বিভিন্ন দেশের পণ্য কুয়েতের বাজারে প্রবেশ করানো হয়। কুয়েতের বাজারে কোন পণ্য প্রবেশ করার পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রনালয় পণ্যের গুনগত মান যাচাইয়ে একাধিক পরীক্ষা শেষে ব্যবহারের উপযুক্ত হলেই সেসব পন্যের ছাড়পত্র দেয়। দেশটির আইনের প্রতি দেশটির নাগরিক সহ বিভিন্ন দেশের প্রবাসীরা এতটাই বিশ্বাস কোন পণ্য কেনা কাটায় কোন সন্দেহের অবকাশ থাকে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম কুয়েতের সকল জনগনের কাছে বিশ্বস্ততার প্রতিক হিসেবে প্রধান্য পেয়েছেন। যে কোন পণ্যের গুনগত মানে কোন সন্দেহ নেই বলে বিশ্বাস করেন দেশটির জনগন সহ প্রবাসীরা। শুধু আইন নয় আইনের সঠিক প্রয়োগে একটি দেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করেন সাধারন প্রবাসীরা।
Discussion about this post