বাংলাদেশ দুতাবাস যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন।জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন মান্যবর রাষ্ট্রদূত। মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের অনবদ্য সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ১ম সচিব ও দুতালয় প্রধান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলার মোহাম্মদ আবুল হোসেন, জহিরুল ইসলাম খান, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা,২য় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন ও সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন সহ কুয়েত প্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী যথাক্রমে পাঠ করেন,শ্রম কাউন্সিলর আবুল হোসেন, কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট জহিরুল ইসলাম খান,১ম সচিব ও দুতালয় প্রধান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ ও ২য় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা স্বাধীনতা যুদ্ধে বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ভুমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশ ও জাতি গঠনে বাংলাদেশীদের ভুমিকা নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বংগবন্ধুর সংগ্রামী জীবন ও স্বাধীনতা যুদ্ধে বংগবন্ধুর অগ্রণী ভুমিকার উপর বিশদ আলোচনা করেন মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জান,পিএস সি,। এছাড়া অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিকদের মধ্যে মঈন সুমন, আরটিভি প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিন, বাংলা টিভি প্রতিনিধি আ,হ জুবেদ,সময় টিভি প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজান, ডিবিসি প্রতিনিধি মোহাম্মদ হেজবু, মাইটিভি প্রতিনিধি আল-আমিন রানা, একাত্তর টিভি প্রতিনিধি সাদেক রিপন, জয়যাএা প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমী প্রমুখ।
Discussion about this post