বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলা, মুক্তিযোদ্ধ, বাংলার সংস্কৃতি এসব একেঁ রিতিমতো তাক লাগিয়ে দিয়েছে কুয়েতে বেড়ে উঠা শিশু কিশুররা। জাতির পিতার ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত চ্রিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় এসব ছবি আকেঁ শিশু কিশুররা। বঙ্গবন্ধুর সোনার বাংলা, মুক্তিযোদ্ধ, বাংলার সংস্কৃতি আরো একেঁছে লাল সবুজের পতাকা। জাতির পিতার ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত চ্রিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় কুয়েতে বেড়ে উঠা শিশু কিশুররা রং তুলিতে এঁকে চলেছে বিভিন্ন চিত্র। তিনটি গ্রুপে ভাগ করা প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পতাকা, অপরুপ বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধ প্রতিযোগিতার মুল বিষয়। না কোন স্কুল বা কোন প্রতিষ্ঠানে নয় মা বাবা ভাই বোনের কাছে শিখেই আকঁছে এসব ছবি। বাংলার সংস্কৃতি প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের হৃদয়ে ধারন করতে দূতাবাসের এমন উদ্যোগ প্রশংসনি বলছেন প্রবাসী অভিবাকরা। ১৫ মার্চ শুক্রবার সকাল থেকে দুপর পর্যন্ত চলে প্রতিযোগিতা। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান সহ দূতাবাসের কর্মকর্তারা। সে সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ মুনিরুজ্জামান, মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Discussion about this post