বাংলার বার্তা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী এম.পি এবং সিলেট জেলা আওয়ামী লীগ এর সভাপতি আব্দুজ জহির চৌধুরীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সিলেট বিভাগ সমিতি, কুয়েত। এম.ডি সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রধান সমন্বয়ক শহিদ ইসলাম পাপুল। সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শোক সভায় কুয়েত প্রবাসি সিলেট অঞ্চলের অসংখ্য নেতৃবৃন্দ সহ সুধীজনেরা সিলেটের কৃতি সন্তান মরহুম এই দুই নেতার জীবিত থাকা কালীন তাদের কর্মময় জীবনি নিয়ে আলোচনা করেন। সভা শেষে মরহুম দুই নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Discussion about this post