
কুয়েত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দীকির ৩ বছর দায়িত্ব পালন শেষে দেশে প্রত্যাবর্তন সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করেছে স্কাইটাচ ট্রাভেল এন্ড ট্যুরিজম। মঙলবার ১৮ মার্চ বিকাল ৪ টা থেকে কুয়েত সিটির শার্ক টাওয়ার হোটেলে ইফতার ও সম্মাননা প্রদান করা হয়। স্কাইটাচ ট্রাভেল ট্যুরিজম এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ হোসনে মোবারকের সভাপতিত্বে এবং সাংবাদিক সাদেক রিপন ও আল আমিন রানার যৌথ সঞ্চালয়নায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দীকি। বিশেষ অথিতি ছিলেন বিমানে স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান,আল আতলা ট্রাভেলসের সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার জামিন নাকবি,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন,বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ সভাপতি শফিকুল ইসলাম।জাজিরা এয়ারলাইন্সের সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার ফজলুর রহমান,স্বার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সেলিম হাওলাদার, মহসিন মিঝি। বিদায়ী অতিথি কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দীকি কে স্কাইটাচ ট্রাভেল এন্ড ট্যুরিজম ও বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ হতে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ২০২৪ সালে কুয়েত ঢাকা ও চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ টিকেট সেলার বাংলাদেশি ট্রাভেল এজেন্সি হিসেবে প্রথম স্থান অর্জন করায় স্কাইটাচ ট্রাভেল এন্ড ট্যুরিজম ব্যবস্থাপনা পরিচালক কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে সম্মাননা তুলে দেন কান্ট্রি ম্যানেজার। স্কাইটাচ ট্রাভেল এজেন্সির পক্ষ হতে কুয়েত ঢাকা রুটে ফ্রী ভ্রমণের টিকেট বিজয়ীর নাম্বার ঘোষণা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে কান্ট্র ম্যানেজার বলেন, লাল সবুজ পতাকাবাহী আকাশে শান্তির নীড় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের সম্পদ। দেশের রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের বিমানে যাতায়তের আহ্বান করেন তিনি।অতিরিক্ত ব্যাগেজ আকাশে বিমান যাতায়তে ঝুঁকি এড়াতে নিদিষ্ট নিয়মের বাহিরে অতিরিক্ত ব্যাগেজ বহন না করতে এবং টিকেট বুকিং ভ্রমণের পূর্বে নতুন পাসপোর্টের নবায়ন করে থাকে সিভিল আইডির তথ্য মিলিয়ে নিতে প্রবাসীদের অনুরোধ করেন কান্ট্রি ম্যানেজার।
Discussion about this post