আল আমিন রানা কুয়েত প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণনন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান’র ৩২ তম শাহাদৎ বাষির্কী উপলক্ষে ১৮ দলীয় ঐক্য জোট কুয়েতের উদ্যোগে হোটেল কন্টিনেন্টাল হল রুমে ৩ই জুন ২০১৩ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। মোঃ নুর নবীর কুরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। আক্তারউজ্জামান ও আব্দুল হাসেম এনাম এর যৌথ সঞ্চালনায় কুয়েত বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শোয়েব আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ থেকে আগত মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর সেনানী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এলডিপি ড. কর্ণেল (অব:) অলি আহমেদ বীর বিত্রুম এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপি সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম,বিশিষ্ট বিএনপি নেতা জালাল আহমেদ চুন্নু মোল্লা, মোঃ ওয়াহিদুর রহমান সাধারন সম্পাদক বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র কুয়েত,জাফর আহমেদ চৌধুরী সভাপতি এল.ডি.পি কুয়েত শাখা, মাওলানা নুরুল ইসলাম সাধারন সম্পাদক ইসলামী ঐক্য জোট কুয়েত। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এর ৩২ তম শাহাদৎ বাষির্কী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত নেতৃবৃন্দদের সমকালীন রাজনৈতিক বিভিন্ন প্রশ্নে উত্তর দেন এবং বলেন জাতি আজ ক্লান্তি লগ্ন অতিক্রম করছে, সেই সাথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির জন্য কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাষ্টার নুরুল ইসলাম সহ সভাপতি বিএনপি কুয়েত, আব্দুল কাদের মোল্লা, মঈন উদ্দিন মইন, হুমায়ুন কবির মায়মন, আ.ন.ম তোহা মিলন, প্রেকৌশলী আবু সাঈদ, মোশাফর হোসেন ও ১৮ দলীয় জোট’র নেতৃবৃন্দ সহ ইসলামী ঐক্য জোট’র নেতৃবৃন্দৃ সহ অনেকে বক্তব্য রাখেন। সেই সাথে ড.কর্ণেল (অব:) অলি আদমেদ বীর বিত্রুম এম.পি কুয়েত সফরে আসার পর ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দর সাথে বৈঠক করেন। উক্ত অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন সামাজিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দৃ উপস্থিত ছিলেন।
Discussion about this post