বাংলার বার্তাঃ জাতির পিতার রক্তের ঋণ শিক্ষা নিয়ে দেশ গড়ার শপথ নিন এই শ্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখা। আওয়ামী লীগ সভাপতি হোসেন আহমেদ আজিজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়ার ও টিপু চৌধুরী’র যৌথ সঞ্চালনায় কুয়েতস্হ খাইতান রাজধানী প্যালেসে হোটেলে বৃহঃস্পতিবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও সকল শহীদদের স্বরণে এক মিনিট নীরবতা পালনের পরে আলোচনা সভা শুরু হয়। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে বৈধ পথে রেমিটেন্স প্রেরন করা সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাই আলী, ডায়মন্ড গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, ব্যবসায়ী কামরুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে আওয়ামী নেতা কাজী শামসুল আলম, আবদুল মান্নান, আবদুল ওয়াব, তৌহিদুল ইসলাম তালুকদার, ওসমান আলী লুকমান, জিয়াউল কবির সুমন, আবদুল খালেক, নজরুল ইসলাম, হাবীব, নজরুল ইসলাম রুবেল, জামাল গাজী, সেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আলা, শ্রমিক লীগ সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারন সম্পাদক কামাল ফারুক, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, নজরুল ইসলাম শাহীন, ইন্জিঃ মোসাহেদ সহ সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগ এর সকল সহযোগী অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ফ্যামিলি ফোরামের সভাপতি আবদুল হাই, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়াঙ্গন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post