চলতি বছরের প্রথম তিন মাসে বিভিন্ন দেশের নয় হাজার প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে থেকে কুয়েতের সরকার। এই বহিষ্কৃতদের মধ্যে রয়েছে প্রায় ৪ হাজার নারী । অপরাধের তালিকরে শীর্ষে রয়েছে ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও মিসর। অবৈধভাবে বসবাস, মাদক চোরাচালানসহ অপরাধমূলক অপকর্মের সাথে জড়িত থাকার অপরাধে ২০২৩ সালের পহেলা জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত কুয়েত থেকে বিভিন্ন দেশের নয় হাজার প্রবাসিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। সম্প্রতি স্থানীয় সংবাদ মাধ্যমে এমন রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে এবছরের প্রথম তিন মাসে বিভিন্ন দেশের নয় হাজার প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে থেকে কুয়েতের সরকার। এই বহিষ্কৃতদের মধ্যে রয়েছে প্রায় ৪ হাজার নারী । অপরাধের তালিকরে শীর্ষে রয়েছে ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও মিসর। বিতাড়িতদের মধ্যে অপরাধের তালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ফিলিপিনো, তৃতীয় শ্রীলঙ্কান এবং চতুর্থ মিশরীয় সম্প্রদায়। নির্বাসিতদের মধ্যে প্রায় চার হাজার নারী ছিল বলে জানা যায়। বিভিন্ন দেশের আরো সাত শত জন নারী-পুরুষ কারাগারে আছে তাদের দ্রুত কুয়েত থেকে বিতারিত করার নির্দেশ রয়েছে। প্রতি মাসে গড়ে তিন হাজার প্রবাসী নির্বাসনে আগের বছরের তুলনায় অনেক বেশি। সাধারণ ডিপার্টমেন্ট অফ রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন নিরাপত্তা বিভাগের মতে রেসিডেন্সি মেয়াদ শেষ হওয়া, শ্রম আইন লঙ্ঘন সর্বাধিক বেশি তবে মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক অপকর্মের সাথে জড়িত থাকার কারনে এদের বিতারিত করা হয়েছে বলে রিপোর্ট বলা হয়। আরেক রিপোর্টে কুয়েতে বিভিন্ন দেশের এক লাখ ৮২ হাজার অবৈধ প্রবাসী রয়েছে বলে উল্লেখ করা হয়। অবৈধ প্রবাসী শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে অভিযান চালাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। দেশটির উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকরা কঠোর নির্দেশনা দিয়েছেন সে সব প্রবাসী কুয়েতের আইন ভঙ্গ করে বা আইন মানেন না অথবা গুরুতর অপরাদের সাথে জড়িত তাদের বিরোদ্ধে কঠোর আইনি ব্যবস্থা সহ কুয়েত থেকে বিতারিত করার ।
Discussion about this post