বাংলার বার্তা: দেবহাটা উপজেলার কুলিয়া ইউপি নির্বাচনে স্ফটরক গ্রুফের চেয়ারম্যান, সত,সরল,নিষ্টাবান ও সমাজসেবক, মোহাম্মেদ ইমাদুল ইসলাম কে কুলিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত করায়, কুলিয়া ইউনিয়নের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি) কুয়েত এর নেতৃবৃন্দ। আরো অভিনন্দন জানায় সফ্টরক এর পরিচালক মোহাম্মদ কাইয়ুম তিনি বলেন, মোহাম্মাদ ইমাদুল ইসলাম ভিতরে সবসময় কুলিয়ার ইউনিয়নের প্রতি একটু আলাদা প্রেম ও ভালোবাসা বিরাজ করতো। যে কোনো আলাপচারিতায় সুযোগ পেলেই এলাকা কে নিয়ে আসতেন, ইমাদের স্বপ্ন ছিলো কুলিয়া ইউনিয়ন কে নিরক্ষরতা দুর করে ১০০% শিক্ষিত হার করা, দরিদ্রতা মুক্ত ইউনিয়ন গড়ে তুলে, একটি আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করা, কুলিয়াবাসী সেই সুযোগ করে দিয়েছেন। কুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্ধিতায় আওয়ামীলীগের প্রার্থীকে পরাজিত করে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
Discussion about this post