কুয়েত প্রবাসী মনিরুল আলম সরকার , পিতা মরহুম মোরসেদ আলম সরকার গ্রাম চন্দ্র শেখরদী , থানা-দাউদকান্দি, কুমিল্লার নিবাসী গত ৩ আগষ্ট দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়েতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর, তিনি কুমিল্লা প্রবাসী পরিষদ, কুয়েত এর সাবেক সাধারণ সম্পাদক এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
তার মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত, কুমিল্লা প্রবাসী পরিষদ, কুয়েত, মদিনার পথে পরিবার, জালালাবাদ এসোশিয়েসন, এশিয়ান গোল্ডেন কার্গো, জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি, বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি, সম্বন্নিত সাংস্কৃৃতিক চর্চা কেন্দ্র কুয়েত, চট্টগ্রাম সমিতি, বাংলার বার্তা পরিবার সহ অসংখ্য সংগঠনের নেতৃবৃন্দ সমবেদনা প্রকাশ করেন।
Discussion about this post