ট্রফির সাথে ছবি তুলে ইতিহাসের সাক্ষী হতে পেরে আনন্দিত প্রবাসীরা। সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে হাজার হাজার দর্শকের ভিড়। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ১০ আগষ্ট বৃহস্পতিবার কুয়েতে ভ্রমণে আসে। ঐদিন কুয়েত র্যাডিসন ব্লু হোটেলে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ট্রফিটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কুয়েত ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা, আইসিসির কর্মকর্তারা, ক্রীড়া বিষয়ক পাবলিক অথরিটি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুয়েত ভ্রমনের সময় দেশটির প্রসিদ্ধ জায়গায় ভ্রমণ করানো হয়। কুয়েত টাওয়ার, আল হামরা টাওয়ার, সুক মোবারকিয়া, জাতীয় সংসদ, গ্রান্ড মস্ক, শেখ জাবের ব্রিজ ভ্রমন শেষে ১১ আগষ্ট শুক্রবার বিকাল পাঁচটা থেকে সোলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে জনসাধারণের জন্য উন্মোচন করা হয়। দীর্ঘ লম্বা লাইন ধরেন বিভিন্ন দেশের প্রবাসীরা। আইসিসি বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তুলতে পেরে আনন্দিত প্রবাসীরা। বিশ্বকাপ শুরুর আগে ২৭ জুন ভারত থেকে আইসিসি বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয়। ৯ আগষ্ট বাংলাদেশ ভ্রমণ শেষে ১০ আগষ্ট কুয়েতে আনা হয়। এটি কুয়েতের ক্রিকেটপ্রেমীদের জন্য একটি স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। একদিন কুয়েতে বিশ্বকাপ আয়োজন করব এমন আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Discussion about this post