কুয়েতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর দূতাবাসের মাল্টিপারপাস হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
অভিবাসী দিবসে এবারে প্রতিপাদ্য বিষয় ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’। আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাসীরা মুক্ত আলোচনায় অংশ নেন। সভা সঞ্চালনা করেন জিহন ইসলাম । শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ করেন যথাক্রমে কাউন্সেলর(শ্রম) আবুল হোসেন, কাউন্সেলর (পাসপোর্ট এবং ভিসা) ইকবাল আক্তার , প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, ও জাহাঙ্গীর আলম। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে দ্বিতীয় বারের মতো ব্যক্তি এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী তিন জনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। অনুষ্ঠানে অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।
Discussion about this post