মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত সিটিঃ কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও কমিউনিটির আয়োজনে বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে। অনির্ধারিত তারিখ ১৭ এপ্রিল মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কিন্তু অনিবার্য কারণ বশত মেলার তারিখ ১৭ এপ্রিল এর পরিবর্তে ১ মে ২০১৫ অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন মেলা কমিটির সদস্য সচিব এজাজুর রহমান জুনেল। ঐ দিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নানা আয়োজনে বরণ করবে বাংলা নববর্ষ কে। মেলা উপলক্ষে আব্বাসিয়া ট্যুরিস্টিক পার্ক এর প্রবেশ মূল্য ফ্রি থাকবে পহেলা মে শুক্রবার, কুয়েত প্রবাসী সবাইকে আমন্ত্রন জানিয়েছেন মেলা কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা ধারণা করছেন ঐ মেলায় কুয়েত প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের প্রায় পঞ্চাশ হাজার লোকের সমাগম হবে। অনিবার্য কারণ বশত: অপ্রত্যাশিত ভাবে তারিখটি পরিবর্তন হওয়ায় সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেন মেলা কমিটির সদস্য সচিব এজাজুর রহমান জুনেল। প্রচারে কোন কার্পন্য হবে না বলে জানান প্রচার কমিটির আহবায়ক আলী আবদুল ওয়াহীদ। প্রবাসীদের আনন্দ দিতে নাচে গানে বাংলার ঐতিহ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন সাংস্কৃতিক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম ভুলু । কুয়েত সিটির রাজধাণী হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
Discussion about this post