মুহাম্মদ জালালউদ্দিন, কুয়েতঃ- অমর একুশ, ভাষা আন্দোলনের মাস, মহান আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল, মহানগর প্রদেশ কুয়েত’র উদ্যোগে ২৩শে ফেব্র“য়ারী ২০১২ইং কুয়েত সিটি গুলশান হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ.কে আজাদ নূর পবিত্র কুরআন থেকে তেলায়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুয়েত মহানগর বি.এ.পি’র সভাপতি মোহাম্মদ আবুল বাশার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুয়েত বি.এন.পি’র সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুয়েত বি.এন.পি’র সংগ্রামী সাধারন সম্পাদক কাজী মঞ্জুরুল আলম, বি.এন.পি’র নেতা জালাল আহমেদ চুন্নু মোল্লা, সহ-সভাপতি শোয়েব আহমেদ, আল আমিন চৌধুরী স্বপন, মাঈন উদ্দিন, আব্দুল কাদের মোল্লা, নাছের মোর্তুজা, আক্তারুজ্জামান, আনোয়ার হোসেন মন্টু। কুয়েত মহানগর বি.এন.পি’র সাধারন সম্পাদক প্রকৌশলী আবু সাঈদের উপস্থাপনায় বক্তব্য রাখেন মোতালেব হোসেন, আব্দুল লতিফ, আ.ন.ম তোহা মিলন, রফিকুল আলম সুমন, জাকির হোসেন গাজী, সফিউল্লাহ লিটন, সাইফুল ইসলাম, আজাদ নূর, হুমায়ন কবির, আব্দুল্লাহ আল মামুন, শাহ আলম, শের আলী খাঁন, ইলিয়াছ কাজী, জামাল হোসেন, মোঃ আক্তার, আব্দুস সালাম, মোঃ ইব্রাহিম প্রমুখ। বক্তারা বলেন অমর একুশ এমন একটি মাস যে মাসে বাংলা ভাষার জন্য ছাত্র, কৃষক, শ্রমিক সহ সকল জনতা জীবনকে উৎসর্গ করে দিয়ে ছিলেন। একুশ মানে মাথা নত না করা। ৬০ বছর পূর্বে ৫২’র ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা তাদের শ্রদ্ধা ভরে স্বরন করি। তাদের রূহের মাগফেরাত কামনা এবং স্বজনদের প্রতি সমবেদনা ৮ই ফালগুন ২১শে ফেব্র“য়ারী’কে স্বরন করলেই চলবে না। বাংলা ভাষা’কে পুনাঙ্গ রূপে কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে। নৈশ্য ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post