আল আমিন রানা ঃ কুয়েত প্রতিনিধি, গত বুধবারদিন দিবাগত রাতে আনুমানিক ৪টায় কুয়েতস্থ আব্বাসিয়ায় আল-জোহরা কোম্পানির শ্রমিক ব্রাকে (বিল্ডিং) এক মমান্তিক অগ্নিকান্ডে প্রবাসী বাংলাদেশী একজন শ্রমিক নিহত হয়। নিহতের নাম শওকত হোসেন গ্রাম আজমপুর,চন্দনপুর(বি-বাড়িয়া) অগ্নিকান্ডে আহতের সংখ্যা ১৯জন বলে জানান ইস্থায়ী বাংলাদেশী শ্রমিকরা। এদের মধ্যে আশংঙ্খাজনক ৪জন। শুক্রবারদিন বিকাল ৬টায় সরজমিনে ঘঠনাস্থালে গিয়ে কয়েকজন আহত শ্রমিকদের সঙ্গে কথা হয় যারা অগ্নিকান্ডের সময় দেওয়াল টপকে লাফ দিয়ে জীনব বাচাঁতে গিয়ে ২য় তলা থেকে নিচে পরে যায় । যথাক্রমে আহত শ্রমিক (১)শামসুল হক,পিতা চান মিয়া,গ্রাম নবীপুর,জেলা নরসিংদী(২) সুপ্রিয় চৌধুরী,পিতা সুনিল,চৌধুরী,কক্্রবাজার(৩)শফিকুল,পিতা সিদ্দিক মিয়া,গ্রাম কালাতলী,শ্রীপুর,গাজীপুর। অগ্নিকান্ডের পর একজন শ্রমিক যে তিন মাস হয় এই কোম্পানিতে আসেন সে নিখোজ রয়েছে বলে জানান আহত শ্রমিকরা। নিখোজ শ্রমিকের নাম ফারুক ময়মনসিংহ বলে দারনা করা হচ্ছে। আহত বাংলাদেশী শ্রমিকরা কুয়েতের আল-সাবা হাসপালে ওয়ার্ড নং ৯,কেবিন নং ৭/৯ ও ফরওয়ানীয়া হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় রয়েছে ।
Discussion about this post