মোহাম্মদ হেবজু, কুয়েত থেকেঃ খুলনা রয়েল বেঙ্গলস্ ক্রিকেট ক্লাব কুয়েতের পরিচিতি ও জার্সি উন্মোচন উপলক্ষে
কুয়েতের আব্বাসিয়া এলাকার কেরালা ইসলামিক গ্রুপ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯টায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সিহাব হুসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আয়োজক ক্লাবের ব্যবস্থাপক হাসানুজ্জামান হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ুথ স্পোর্টিং ক্লাব কুয়েতের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাকসুদুর রহমান,আয়োজক ক্লাবের পরিচালক মশিউর রহমান, সংগঠক তোফাজ্জল হুসেন ও বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ।
বক্তব্য রাখেন, তরুণ সংগঠক হাসান কামাল, ইসমাইল হুসেন, মো: আজিজ, রিপন, মামুন মিয়াসহ অনেকে। খেলাধুলার সাথে শরীরচর্চা ও আনন্দ লাভের বিষয় সমূহ সম্পৃক্ত। খেলাধুলা সুস্থ ও সুন্দর জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রধান অতিথি প্রকৌশলী ফরিদ উদ্দিন তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খেলাধুলায় ব্যস্ত থাকলে প্রবাসে অনেক অনৈতিক, অসামাজিক ও অবৈধ কাজ থেকেও নিজেকে দূরে রাখা সম্ভব।
Discussion about this post