মঈন উদ্দিন সরকার সুমন কুয়েত থেকেঃ ১লা জানুয়ারী জাতীয় পার্টির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পার্টি কুয়েত শাখার নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় কুয়েত সিটির গুলশান হোটেলে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। জাতীয় পার্টি কুয়েত শাখার সভাপতি মোহাম্মদ আলী হাজীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হযরত আলী মল্লিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টি কুয়েত শাখার সিনিয়ার সহ সভাপতি লুৎফর রহমান (লুদাই মিয়া), সহ সভাপতির সৈয়দ মহিদুর রহমান (সুন্দর আলী), নাসির উদ্দিন, ফারুক আহমেদ, আব্দুল খালেক, ইউসুফ, সামি আবুল, রমিজ ভান্ডারী, কাদের মোল্লা. হাজী জুবের আহমেদ, জাফর আহমদ চৌধুরী সহ আরো অনেক বক্তা বক্তব্যে বলেন বাংলার মানুষের বর্তমান এই অবস্থার অবসান একমাত্র সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ দিতে পারবে যা অন্য কারো ধারা সম্ভব নয়। বর্তমান পরিপ্রেক্ষিতে দেশ বিদেশে দুর্বার আন্দলোন গড়ে তুলে, প্রিয় মাতৃভূমি ও মানুষের সাহায্যে এগিয়ে আসতে এরশাদের হাতকে শক্তীসালি করতে সবার প্রতি আহবান জানান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।
Discussion about this post