বাংলার বার্তাঃ অনাম্বর বর্ণাঢ্য ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুয়েতে মুহাম্মদ জালাল উদ্দিন-কে “সাংবাদিকতায়” বিশেস সম্মাননা প্রদান করা হয়। ‘প্রবাস বাংলা’ মিডিয়া গ্র“প’র পক্ষ থেকে সম্মাননা দেন গত ১২ জুলাই ২০১২ কুয়েতস্থ মুরগাব গুলশান হোটেলে “প্রবাস বাংলা”র ৬ষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে মত বিনিময় সভায় ক্রেষ্ট দিয়ে তাকে সম্মান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আ.ক.ম. আজাদ সম্পাদক প্রবাস বাংলা। প্রবাস বাংলা’র জুরি বোর্ডের সিদ্ধান্তে দৈনিক দেশের পত্র, প্রবাসী কণ্ঠ, এশিয়াবার্তা, বাংলার বার্তা কুয়েত প্রতিনিধি এবং কুয়েত থেকে নিয়মিত প্রকাশিত প্রবাস বাংলার বার্তা সম্পাদক দায়িত্বে নিয়োজিত মুহাম্মদ জালাল উদ্দিন-কে সর্ব সম্মতিক্রমে “সাংবাদিকতায়” বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তিনি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সততা এবং দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। মুহাম্মদ জালাল উদ্দিন ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নে অরঙ্গবাদ গ্রামে বসবাস। আমরা তাঁহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
Discussion about this post