কুয়েত প্রতিনিধিঃ কুয়েতস্থ রিগাই পার্ক আনন্দঘন পরিবেশে বৃহত্তর ঢাকা সমিতি এক বিশাল বনভোজনের আয়োজন করেন।সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লার সঞ্চালনায় বনভোজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনির হোসেন মন্টু । প্রধান অতিথি ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এর মান্যবর রাষ্ট্রদূত এস.এম.আবুল কালাম। বিশেষ অতিথি দূতাবাসের কাউন্সিলর ( শ্রম ) আব্দুল লতিফ খান,বিমান বাংলাদেশ এয়ার লাইন্স কুয়েত,কান্ট্রি ম্যাজার দেবাকর দেওয়ানজী।
বনভোজন অনুষ্ঠানে কুয়েতস্থ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,ব্যাবসায়ী,ইঞ্জিনিয়ার,ডাক্তার ও বিভিন্ন পেশাজীবির প্রবাসীরা উপস্থিত ছিলেন। বৃহত্তর ঢাকা সমিতির বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য, রবিউল আলম রবি, মোঃ চুন্নু মোল্লা,মোহাম্মদ শরিফ হোসেন, আবুল বাসার, মোঃ ইসমাইল,জসিম দেওয়ান,শরিফ উদ্দিন লিটন,হযরত আলী মল্লিক,প্রমুখ। বনভোজন অনুষ্ঠানে মিডিয়া পার্টনার আরটিভি ও জেটিভি ।
Discussion about this post