মঈন উদ্দিন সরকারঃ ঘনিষ্ঠ দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারত, এই দুই দেশের বাংলা ভাষী কুয়েত প্রবাসী লেখকদের একত্রিত করে তাদের সমন্বয়ে পশ্চিম বাংলার কুয়েত প্রবাসী লেখক ডাঃ অশোক দেব এর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে “মেলবন্ধন” কুয়েতে অন্যতম সাহিত্য পত্রিকা। এর চতুর্থ সংখার মোড়ক উম্মোচন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পত্রিকাটির সম্পাদক ডাঃ অশোক দেব। কুয়েতে সালমিয়া’র একটি স্কুলের অডিটরিয়ামে এই পত্রিকার মোড়ক উম্মোচন করেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা এবং কুয়েতস্থ ভারতের রাষ্ট্রদূত সতীশ চন্দ্র মেহতা। বাংলা সাহিত্যে অনবদ্য অবদানের জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশী প্রাবন্ধীক মোঃ আলী আজম কে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া দুই বাংলার আরো বেশ কয়েকজনকে সাহিত্য ও সমাজ সেবা মুলক কর্মকান্ডের জন্য সম্মাননা দেয়া হয়। দুই দেশের রাষ্ট্রদূতগন ডাঃ অশোক দেব এর এই মহতি উদ্দোগের ভূয়শী প্রশংসা করেন। এপার বাংলা- ওপার বাংলার সাংস্কিৃতি শিল্পীদের মন মাতানো নাচ-গান আর সম্মন্বিত আবৃতি চর্চা কেন্দ্রের আবৃতি শিল্পিদের পরিবেশনায় “আমার পরিচয়” কবিতাটি দুইদেশের উপস্থিত অতিথিদের মনে বাংলার ইতিহাস নতুন করে জাগিয়ে দেয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের অগনিত অতিতি উপস্থিত ছিলেন। এই পত্রিকার প্রকাশনা থেকে শুরু করে অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিশেষ সহযোগিতা করার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত শাখার নেতৃবৃন্দের প্রতি এবং সমন্বিত সাংস্কিৃতিক চর্চা কেন্দ্র কুয়েত সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সম্পাদক ডাঃ অশোক দেব ।
Discussion about this post