আল আমিন রানা ঃ কুয়েত প্রতিনিধি
একঝাঁক সময়ের সাহসী হিরন্মায় কলম সৈনিকদের নিয়ে গঠিত বাংলাদেশ রিপোটার্স ইউনিটি কুয়েত। সেই সাথে কুয়েতে অবস্থিত বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোটার্স ইউনিটি কুয়েতের উদ্যোগে গতকাল ুকুয়েত সিটির রাজধানী হোটেলে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঈনউদ্দিন সরকার সুমন একুশেটিভি প্রতিনিধি ও সভাপতি বাংলাদেশ রির্পোটার্স ইউনিট কুয়েত, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ খান কাউন্সিলার (শ্রম) বাংলাদেশ দূতাবাস কুয়েত,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস. এম. মাহ্বুবুল আলম-কাউন্সিলর (দূতালয় প্রধান) বাংলাদেশ দূতাবাস কুয়েত,শহীদ ইসলাম পাপুল মারাফিয়া কুয়েতিয়া গ্র“প অব কোং এমডি ও সিইও- চেয়ারম্যান বাংলাদেশ স্কুল পরিচালনা কমিটি কুয়েত, দিবাকর দেওয়ানজী কান্ট্রি ম্যানেজার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাদেক হোসেন বিশিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তিত্ব ও ঢাকা বাসীসমন্বয়ক কুয়েত, প্রকৌশলী কাজীমঞ্জুরুল আলম বিশিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তিত্ব ও নোয়াখালীবাসীসমন্বয়ক,হাজী জোবের আহমেদ বিশিষ্ঠ সমাজসেবক, সাফায়েত হোসেন পাটোয়ারী সোনালী ব্যাংক প্রতিনিধি বাংলাদেশ দূতাবাস কুয়েত,মিজানুর রহমান পিও(রাষ্ট্রদূত) বাংলাদেশ দূতাবাসকুয়েত, মোঃ ইয়াকুব বুরে্যাপ্রধান আজকের সুর্যোদয় ও মানবাধিকার গ্র“প সভাপতি কুয়েত,আব্দুলরঊফ মাওলা সম্পাদক মাসিক মরুলেখা কুয়েত। আলোচনা ও ইফতার মাহফিলের সঞ্চালনা করেন শেখএহছানুলহক খোকন সাধারণস ম্পাদক বাংলাদেশ রির্পোটাস ইউনিটি কুয়েত- প্রবাস মেলা সিনিয়োর প্রতিনিধি কুয়েত,পবিত্র কোরাআন থেকে তেলোয়াত করেন শরফি মোঃ মিজানুর রহমান ম্পাদক মদীনার পথে ও এশিয়ান টিভি প্রতিনিধি,সংগঠনের যুুগ্ন সম্পাদক ও আরটিভি কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয়। সংগঠনের সংক্ষিপ্ত পরিচিতি মূলক বক্তব্য রাখেন আল আমিন রানা সাংগঠনিক সম্পাদক রির্পোটার্স ইউনিট কুয়েত ও দৈনিক ইয়াদ কুয়েত প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক তার বক্তব্যে বলেন- আসলে সাংবাদিকতা একটি মহান পেশা কিংবা নেশা- এই নেশাটা হচ্ছে দেশের জন্য,দেশের মানুষের জন্য কিছু করার নেশা। আর সে কাজ গুলোই আমরা বাংলাদেশ রিপোর্টাস ইউনিটি কুয়েত দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ জাতীয় অনলাইন পত্রিকা গুলোতে নিয়মিত কুয়েত থেকে সংবাদ প্রেরণ করে আসিছি। এই সংগঠনের প্রতিটি সংবাদকর্মী নির্রদলীয় নিরপেক্ষ ভাবে কাজ করে যাচ্ছি। কুয়েতের মাটিতে ২০১০ সালের মে মাসে এই সংগঠনটি গঠিত হয় একঝাঁক সময়ের সাহসী হিরন্মায় কলম সৈনিকদের নিয়ে। যারা বাংলাদেশের জাতীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি হয়ে কাজ করছেন। আমার মনে হয় একজন চিকিৎসক যেভাবে মানুষের সেবা করতে পারেন তার চেয়ে অনেক বেশি সেবা করতে পারেন একজন দেশ প্রেমিক সাংবাদিক। আমি মনে করি যদি একজন সত্যিকারের সাংবাদিক হতে চাও নিজের ইচ্ছা শক্তি, মনোবল আর সাধারণ মানুষকে নিয়ে ভাবতে হবে। পৃথিবীর আর কোন পেশাতেই এতো স্বাধীনতা ও মানুষের জন্য কিছু করার এমন সুযোগ আর পাওয়া যায় না যেটি কিনা সাংবাদিকতা পেশা পাওয়া যায়। আর সে কারণেই আমি আজীবন সংবাদের সাথে যুক্ত থাকতে চাই। মানুষের ভালোবাসা পেতে চাই। চাই নেশাটা থাকুক আজীবন আর এই নেশা ছড়িয়ে পড়–ক সব সংবাদকর্মীর মধ্যে। তবেই জাগ্রত হবে প্রকৃত সাংবাদিকতার। আমরা কুয়েতে যে যার স্থান থেকে সাংবাদিকতা করে থাকি দেশ,জাতী ও জনগণের স্বার্থে তাই বলে আমাদের কে ছোটু করে দেখার কারো অবকাশ নেই। আমরা কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ-বিদেশে বিভিন্ন মিডিয়ায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশীদের সংশ্লিষ্ঠ সকল খবরা খবর প্রেরণ করে থাকি। এতে যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যক্তিগত ভাবে দুঃখ পেয়ে থাকেন তাতে আমাদের কিছুই করার থাকে না। কুয়েতে বাংলাদেশের মান অক্ষুন্ন রাখতে সকল মিথ্যা অপ্রচারনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ্য হউক এই প্রত্যশা সৎ ও নিষ্ঠবান সংবাদ কর্মীদের আমি আল আমিন রানা ঢাকা থেকে প্রকাশিত সময়ের সাহসী সংবাদ পত্র দৈনিক ইয়াদ পত্রিকার কুয়েত প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ রিপোর্টাস ইউনিটি,কুয়েত পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ রিপোর্টাস ইউনিটি ,কুয়েত এর আলোচনা সভা ও ইফতান ও দোয়া মাহফিলে এসে আমাদের সংবাদকর্মীদের সংবাদ প্রচার ও প্রশার করার আরো উৎসাহ যোগানোর জন্য। ধন্যবাদ সকলকে অরো বক্তব্যে দেন জালাল উদ্দিন যুগ্ম সম্পাদক রির্পোটার্স ইউনিট কুয়েত ও প্রতিনিধি আরটিভি কুয়েত। দোয়া পরিচালনায় ছিলেন মামুনুর রশিদ সম্পাদক আলহুদা, বিশেষ বক্তব্য দেন জনাব শহীদ ইসলাম পাপলু, সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন বিশেষ অতিথি মোঃ ইয়াকুব, এস এমমাহবুবুল আলম দূতালয় প্রধান বাংলাদেশ দূতাবাস কুয়েত, প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ খান কাউন্সিলার (শ্রম) বাংলাদেশ দূতাবাস কুয়েত তিনি বিভিন্ন বিষয় তুলে ধরে মূল বক্তব্যে বিশেষ করে প্রবাসে দেশের ভাবমূর্র্তির দিকে লক্ষ রেখে সাংবাদিকতা করার আহ্বান জানান। আলোচনা ও ইফতার মাহফিলে যাদের উপস্থিতি ছিল তাদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মধ্যে আওয়ামীলীগ কুয়েত শাখা, জাতীয়তাবাদী দলবিএনপি, জাতীয় পাটি, জাতীয় শ্রমিকলীগ, শ্রমিক দল, যুবলীগ, যুবদল, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তি যোদ্ধাসংহতিপরিষদ, আওয়ামীফাউন্ডেশন, মুক্তি যোদ্ধাপ্রজন্ম লীগ, স্বেচ্ছাসেবকলীগ, স্বেচ্ছাসেবক দল, জাসাস, জেএসডিকুয়েত। চট্টগ্রামসমিতি, বৃহত্তর নোয়াখালীএসোসিয়েশন, কুমিল্লা প্রবাসী পরিষদ, বরিশাল বিভাগীয় প্রবাসীকল্যান পরিষদ, জালালাবাদ সমাজকল্যান সমিতি -জালালাবাদ এসোসিয়েশন, মানিকগঞ্জ সমিতি, বাংলাদেশ সমাজকল্যান সমিতি, ফেনী সমিতি, ম্যানেজার এসোসিয়েশন, কোরাআন প্রশিক্ষন কেন্দ্র ,বাদেশীক,এনআরবিসমবায় সমিতি, সিলেট বিভাগীয় সমিতি, আঞ্জুমান সিলেট সমিতি, সবুজবাংলা সাংস্কৃতিক জোট, অঙ্কুর সাংস্কৃতিক অঙ্গন,নজরুল রবীন্দ্র শিল্পী গোষ্ঠী, স্বরলিপিশিল্পী গোষ্ঠী, রংধনু শিল্পাঙ্গন, শাহ্আব্দুলকরিম শিল্পী গোষ্ঠী, আওয়ামী শিল্পী গোষ্ঠী, বঙ্গরূপা চারুকারুশিশুজোট, মরমীবাউলশিল্পী গোষ্ঠী, বাংলাদেশ যুবসাংস্কৃতিকসংঘ,বিজয়াউদযাপনপরিষদ, ঝুমুরমিউজিক্যালগ্রুপ, নির্ঝরসাংস্কৃতিক গোষ্ঠী, অণির্বানশিল্পী গোষ্ঠী, ঝঙ্কার শিল্পী গোষ্ঠী, বর্ণমালা সাংস্কৃতিক সংসদ, সমন্বিতসাংস্কৃতিক চর্চা কেন্দ্র, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট, জাতীয় কবিতা পরিষদ, প্রবাসী সাহিত্য পরিষদ, লেখক ফোরাম, সিলেট বিভাগীয় লেখক ফোরাম। কুয়েত থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা ও অন্যান্য পত্রিকার মধ্যে জাগরণ, পদেক্ষপ, মৃত্তিকা, শেকড়, স্বদেশ, প্রবাস বাংলা, মদিনার পথে, মাসিকমরু লেখা, আলহুদা,সাংবাদিকতা ক্ষেত্রে যে সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া যারা যেখানে কাজ করেন তাদের মধ্যে মঈনউদ্দিন সরকার সুমন- একুশেটিভি প্রতিনিদি- প্রথমআলো , জালাল উদ্দিন,প্রতিনিধি আরটিভি, মোঃইয়াকুব- আজকের সূর্যদয়, শরিফ মোঃমিজানুর রহমান এশিয়ান টিভি প্রতিনিধি, মুরাদ হোসেন লোকমান- মোহনা টিভি প্রতিনিধি, আল আমিন রানা- দৈনিক ইয়াদ প্রতিনিধি, মিজান আলরহমান-অপরাদ চিত্র সিনিয়র প্রতিনিধি, শেখএহছানুলহক খোকন ব্যুরো প্রধান খবর গ্রুপ ও প্রবাস মেলা সিনিয়র প্রতিনিধি কুয়েত, অনুষ্ঠানের সার্ববিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি মিজান আল রহমান ,আলোকচিত্র সম্পাদক ,জিল্লুর রহমান, আলভি বাবু,দফতর সম্পাদক কবি আল এমরান শিখদার, সমাপনী বক্তব্য অনুষ্ঠানের সভাপতি মঈনউদ্দিন সরকার সুমন উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। কুয়েত প্রবাসীদের প্রতি আহ্বান জানান তাদের সংগঠনের কোন্দলে সাংবাদিকদের না জরিয়ে স্বাধীনভাবে,দেশ ও জাতীর স্বার্থে কাজ করার সুযোগ দেয়ার ,সকল কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তিহয়
Discussion about this post