বাংলার বার্তাঃ করোনা মহামারির বিপর্য থেকে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে কুয়েত। দেশটিতে করোনার প্রাদূর্ভাব ঠেকাতে কারফিও, লকডাউন সহ বিভিন্ন দেশের সাথে সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ছিলো প্রায় দের বছর। এই দীর্ঘ সময় অনেক ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানি বন্ধ হওয়ায় অনেক প্রবাসী চাকুরী হারিয়েছেন। অনেকে ছুটিতে দেশে গিয়ে আটকে পরে ছিলেন। কুয়েত স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। তুলে নেয়া হয়েছে লকডাউন, খুলে দেয়া হয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। শীঘ্রই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। দেশটির অর্থনীতি আবার পুরো সচল হওয়ার পথে। প্রতিনিয়ত বেড়েই চলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী চাহিদা। সুলভ মূল্যে যাতায়াত খরচের খবর, বিভিন্ন স্থানে চাকুরির খবর সহ প্রবাসীদের কল্যাণে বিভিন্ন তথ্য প্রবাসীদের কাছে পৌঁছাতে সংবাদ কর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর নেতৃবৃন্দ। শুক্রবার বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ এর সঞ্চালনায় প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপরোক্ত বিষয়ে প্রবাসীদের কল্যাণে সংবাদকর্মীদের করণীয় নিয়ে বিভিন্ন আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব এর সহ সভাপতি শরীফ মিজান, মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আল আমিন রানা, যুগ্ম সম্পাদক সাদেক রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেব্জু, প্রচার সম্পাদক আলাল আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া,সহ শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ । শেষে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদারের স্বদেশ প্রত্যাবর্তন, মহিলা সম্পাদক নাসরিন আক্তার মৌসুমীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া সহ করোনা মহামারির হাত থেকে বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
Discussion about this post