অনলাইন ডেস্ক: কুয়েতে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন জাতীয় প্রিন্ট, ইলেকট্রনিক এব অনলাইন সংবাদ মাধ্যমের কুয়েত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েত।
দীর্ঘ প্রতীক্ষার শেষে গণতান্ত্রিক ভাবে কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠনকল্পে ১৬ জুলাই সংগঠনের বিভিন্ন পদের প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংগঠনের গঠনতেন্ত্রর নিয়ম অনুযায়ী যাচাই বাছাই শেষে নির্বাচনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে বলে শুক্রবার এক সভায় সংগঠনের সকল সদস্য ঐক্যমত পোষণ করেন। সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে এবং আ.হ জুবেদ এর সঞ্চালনায় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন । সভায় উপস্থিত ছিলেন আর টিভির প্রতিনিধি জালাল উদ্দিন, সময় টিভি প্রতিনিধি শরিফ মিজান, ডিবিসি টিভি হেবজু, একাত্তর টিভি সাদেক রিপন, মো: সেলিম আনন্দ টিভি, জসিম ভুঁইয়া একুশের সংবাদ, আবুবকর সিদ্দিক প্রতিদিনের সংবাদ । কর্মব্যস্ততার কারনে উপস্থিত না হতে পেরে টেলিকনফারেন্স এর মাধ্যমে সম্মতি দেন মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, আজকের সূর্যদয়ের প্রতিনিধি মোসারফ হোসেন এবং দেবু মজুমদার প্রমুখ।
Discussion about this post