শেখ এহছানুল হক খোকন, ব্যুরো প্রধান- স্বদেশের পন্য কিনে হও ধন্য এই শ্লোগান কে বুকে ধারন করে কুয়েতের কয়েকজন তরুন ব্যবসায়ী মিলে কুয়েত সিটির সুক মিছিলা মার্কেটের ২২-২৩ নং দোকানে আশিক ফ্যাশন রেডিমেট গার্মেন্টস এর শোরুমের উদ্বোধন হলো। ম্যানেজিং ডাইরেক্টর আবুল কাশেম কুদ্দস, আব্দুস সোবহান, আতাউল গনি মামুন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কুয়েতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা আশিক ফ্যাশন রেডিমেট গার্মেন্টস ফিতা কেটেদ্ভ উদ্ভোধন করেন। তারপর ফ্যাশন রুম ঘুরে ঘুরে দেথেন। ২ লক্ষের বেশি বাংলাদেশী প্রবাসী রয়েছে কুয়েতে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশীরা এখন অনেক ব্যবসা বানিজ্যের সাথে জড়িত যার ফলশ্রুতিতে দেশের রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি বিশ্বের মাঝে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। কুয়েতে বিভিন্ন প্রকার ব্যবসা করা সম্ভব যদি কুয়েত ও বাংলাদেশ সরকারের বানিজ্য নীতিমালা গুলো আরো স্বচ্ছ ও বাধার সম্মুখিন না হত। কুয়েতে অবস্থানরত বাংলাদেশী সহ বিভিন্ন দেশের প্রবাসীরা বাংলাদেশ গার্মেন্টস সামগ্রী দেখে অনেক আশার আলো দেখতে পাচ্ছে বলে অনেক ক্রেতাদের মন্তব্য। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে এবং রাষ্ট্রদূত এর দৃষ্টি আকর্ষন করে আবুল কাশেম কুদ্দুস বলেন আমাদের প্রবাসী ব্যবসায়ীদের যেমনি ভাবে সহযোগীতা প্রয়োজন সেক্ষেত্রে সরকার যদি প্রবাসীদের প্রতি আরো সু-দৃষ্টি রাখেন তবে সরকারের পাশাপাশি প্রবাসী ব্যবসায়ীরাও বিশেষ অবদান রাখতে পারবে দেশেকে অর্থনৈতিক মুক্তির লাগবে। উদাহরন টেনে আরো বলেন কয়েক মাস পূর্বে কার্গো ব্যবসায়ীদের অনেক কন্টিনার চট্টগ্রাম পোর্টে আটক করা হয়েছে। কিন্তু সকল কন্টিনারে টেক্স ফাকি দিয়ে মালালাল ছিল তাহার ও প্রমান মিলেনি অথচ এর জন্য ভুক্তভোগী সকল প্রবাসীরা যারা যারা মাল দিয়েছেন কার্গো কোম্পানীকে তারা এবং ব্যবসায়ীরা। সকল সমস্যা যেমন রয়েছে তার সমাধান অতি দ্রুত করে প্রবাসী ব্যবসায়ীদেরকে আরো সুযোগ সৃষ্টিতে সহায়তা দেওয়া সরকারের কর্তব্য। আশিক ফ্যাশন রেডিমেট গার্মেন্টস এর শুভ উদ্বোধনের পাশাপাশি ইফতার মাহফিল আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আশিক ফ্যশন রেডিমেট গার্মেন্টস এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ অস্যখ্য সাধারন প্রবাসীরা। উদ্ভোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে বিশেষ উপহার সামগ্রী তুলে দেন ম্যানেজিং ডাইরেক্টর আবুল কাশেম কুদ্দুস ও জেনারেল ম্যানেজার আব্দুস সোবহান। আরো উপস্থিত ছিলেন প্রথম সচিব (শ্রম) কে,এম আলী রেজা বাংলাদেশ দূতাবাস সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিটির অস্যংখ্য ব্যক্তিবর্গ ও কুয়েতের বাংলাদেশী প্রবাসী সাংবাদিক ও বাংলা ভিশন প্রতিনিধি সহ অনেক। অনুষ্ঠানের শেষ হলে অগনিত ক্রেতা (বাংলাদেশ থেকে আসা পোশাক সামগ্রী) আশিক ফ্যাশন রেডিমেট গার্মেন্টস এ কেনাকাটা করেন। বাংলাদেশী লুঙ্গি, পাঞ্জাবী, টি শাট, প্যান্ট সহ সকল বয়সীদের জন্য সু-ব্যবস্থায় সর্বদা অঙ্গীকারবদ্ধ।
Discussion about this post