মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত সিটিঃ কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আসহাব উদ্দিন (এনডিসি, পিএসসি) সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে দূতাবাসের হলরুমে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে তিনি এক পরিচিতি সভায় মিলিত হন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রথম সচিব (শ্রম) কে এম আলী রেজা, দ্বিতীয় সচিব এম এ জলিল, ডিফেন্স অ্যাটাচে বিগ্রেডিয়ার জেনারেল নাসিমুল গনি এবং সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী। নবাগত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আসহাব উদ্দিন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রবাসীদের কাছ থেকে বর্তমানে কুয়েতে বাংলাদেশিদের বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চান। সে সময় কুয়েতপ্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কুয়েতে বর্তমানে বাংলাদেশীদের বিভিন্ন দিক তুলে মতামত প্রকাশ করেন। প্রবাসীদের প্রধান দাবির মধ্যে ভিসা সংক্রান্ত। রাষ্ট্রদূত প্রবাসীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং তা তাঁর সাধ্যমতো সমাধানের কথা ব্যক্ত করেন।
![Capture1](http://www.banglarbarta.com/wp-content/uploads/2013/10/Capture1-300x158.jpg)
একুশে সংবাদ- রাত ০১:০০ মিঃ প্রবাসের সংবাদ (০৭/১০/১৩)
![প্রথম আলো http://www.prothom-alo.com/we_are/article/56051/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87_%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8_%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%82%E0%A6%A4](http://www.banglarbarta.com/wp-content/uploads/2013/10/প্রথম-আলো.jpg)
Discussion about this post