বাংলার বার্তাঃ কুয়েত প্রতিনিধিঃ আজ কুয়েত সরকার ঘোষিত সাধারণ ক্ষমা শুরু হয়েছে। এখানে অবৈধ ভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দূতাবাস প্রাঙ্গণে উপচে পরা ভীড় লক্ষ করা যায়। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জনাব আনিসুজ্জামান এর সাথে এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে যোগাযোগ করলে তিনি বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনকে জানান আজ প্রায় দুই থেকে আড়াই হাজার প্রবাসী দূতাবাসে এসেছেন। এদের মধ্যে নতুন পাসপোর্ট, আউট পাস (টিপি), সংখ্যা বেশী। তাদের মধ্যে চার ভাগের তিন ভাগই দেশে যেতে ইচ্ছুক বাকিরা এখানে বৈধ ভাবে থাকার চেষ্টা করছেন।
তিনি অনুমানিক একটি তথ্য দিয়েছেন যাতে আজ অবৈধ অভিবাসী যারা বৈধ হতে ইচ্ছুক তাদের প্রায় দুই থেকে আড়াই শত পাসপোর্টের আবেদন গ্রহন করা হয়েছে। আউট পাস (টিপি) দেয়া হয়েছে প্রায় হাজার বারো শতের মতো। কত দিনের মধ্যে এই পাসপোর্ট দেয়া হবে জানতে চাইলে তিনি জানান দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসীদের সুবিধার্থে সর্বাত্বক সহযোগিতা ও চেষ্টা করছেন তিনি আসা করেন এক সাপ্তাহের মধ্যেই দিতে পারবেন। এই সাধারণ ক্ষমার বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশে কমউনিটির সহযোগিতা কামনা করেন। সকল অবৈধ অভিবাসীর কাছে এই তথ্য পৌছানোর অনুরোধ করেন। তিনি আরো বলেন এই সুযোগটি কুয়েতে অবৈধ ভাবে বসবাসরত সকল প্রবাসীদের নেয়া উচিৎ। এই সুযোগে যারা এখানে থাকতে চান তারা নতুন কফিলের (মালিক) ব্যবস্থা করে থাকার চেষ্টা করতে কোন কারণে দেরি হলে দেশে গেলে নতুন করে ভিসা নিয়ে আসতে পারে সেই সুযোগটি করে যেতে। কোথায় কিভাবে জরিমানা দেয়া যায় এই বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি আশা করা যাচ্ছে আগামীকাল বিস্তারিত জানা যাবে।
Discussion about this post