কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট -ভিসা ও সোনালী ব্যাংকের সকল কার্যক্রম ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পাঁচ জন অফিসিয়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় আছেন। দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয় পাসপোর্ট ও ভিসা উইং এর চার জন এবং সোনালী ব্যাংকের প্রতিনিধি করোনাভাইরাস আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় আছেন । এই প্রেক্ষিতে ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দূতাবাসের পাসপোর্ট ও ভিসা সহ সোনালী ব্যাংক সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতির বিবেচনায় পরবর্তীতে পাসপোর্ট সেবা পুনরায় চালু হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এছাড়া অন্যান্য সেবা সমূহ খোলা থাকবে ও জরুরী প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে ।
Discussion about this post