মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত সিটিঃ কুয়েতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক অনুমোদিত প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি)’র নতুন কমিটি ঘঠন উপলক্ষে অভিষেক ও কমিটি কর্তৃক রাষ্ট্রদূত কে বিদায় সম্বর্ধনা দেয়া হয়। ১৩ ফেব্রুয়ারী শনিবার দুপরে মেরিউট হোটেলে এই অনারম্বর অনুষ্ঠানটির আয়োজন করে বিবিসি’র নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি (অব.) সভাপতি পদে কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোখাই আলী লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আলী খান কে ঘোষনা দেন। কমিটিতে সহ সভাপতি পদে হাসান ওয়ারীস, শহিদ ইসলাম পাপুল, জাহাঙ্গির হোসেন পাটোয়ারী, আতাউল গনি মামুন ও সাইদ আলী রেজু, সহকারী সাধারণ সম্পাদক পদে আকবর মিয়া ও মোহাম্মদ ইমাদুল ইসলাম এবং দপ্তর ও অর্থ সম্পাদক পদে জাফর আহমদ সহ চৌত্রিশ (৩৪) সদস্য বিশিষ্ট দূতাবাস কর্তৃক অনুমোদিত কমিটির ঘোষনা দেয়া হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি (অব.) প্রধান অতিথির বক্তব্যে বলেন তিঁনি সামরিক বাহিনীতে থেকে দীর্ঘ সময় দেশ সেবায় নিয়োজিত ছিলেন চাকুরীর শেষ প্রান্তে রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়ে কুয়েত এসে চেষ্টা করেছেন কুয়েত প্রবাসীদের জন্য কিছু করতে। কুয়েত প্রবাসীদের কল্যাণে কুয়েত রেডিওতে বাংলা সার্বিস, কুয়েত প্রবাসীদের স্বপ্নের স্কুল প্রতিষ্ঠা, সহ বাংলার অনেক হারিয়ে যাওয়া ঐতিহ্য পূনরায় বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে স্বরণ করিয়ে দিয়েছেন প্রবাসীদের। তিনি বলেন প্রবাসিরা উদার মনের ভালো কমান্ড পেলে প্রবাসীরা অসাধ্যকে সাধন করতে সক্ষম তার প্রমান তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব থাকা অবস্থায় বুঝতে পেরেছেন। বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি)’র কথা বলতে গিয়ে তিঁনি বলেন তাঁর অন্য কর্মের মত এটাও প্রবাসীদের কল্যাণে করে গেলেন। তিনি বলেন কুয়েতে অসংখ্য বাংলাদেশী ব্যবসায়ী আছেন অনেকের কুয়েত এর আইন সম্পর্কে ধারণা না থাকায় পদেপদে বিপদগ্রস্থ হচ্ছেন। বিদেশ এসে প্রবাসীরা বিভিন্ন ভাবে পয়সা উপার্জন করে দেশে পাঠিয়ে অর্থনীতিকে চাঙ্গা করছেন। বিবিসি’র নেতৃবৃন্দ কুয়েতে আনাচে কানাচে বড়-ছোট সকল ব্যবসায়ীদের একত্র করবেন বলে আশা ব্যক্ত করনে। এবং এখন থেকে কোন প্রবাসী ব্যবসায়ী আইন না জানার কারণে সর্বশান্ত না হয় সে বিষয়ে সকলকে সহযোগিতা করবেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি)’র নেতৃবৃন্দ। শেষে কুয়েত প্রবাসীদের প্রতি বিদায়ী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন তাঁর দায়িত্ব সময়ে সকল সফলতা কুয়েত প্রবাসী সবার আর সব ব্যর্থতা তাঁর। সভাপতির বক্তব্যে মোখাই আলী লুৎফর রহমান বলেন তাঁর উপর অর্পিত এই মহা গুরু দায়িত্ব তিঁনি যথাযথ ভাবে পালন করবেন। এই দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ফিলিপাইনের রাষ্ট্রদূত সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনীতিক সংগঠনের নেতৃবৃন্দ, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বিএমসি কর্মকর্তাগন ও দেশ বিদেশী অতিথি সুধীজন উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর। এই প্রথম কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কোন প্রবাসী ব্যবসায়ী সংগঠনকে অনুমোদন দেয়।
Discussion about this post