মঈন উদ্দিন সরকার সুমন (কুয়েত )কুয়েতঃ কুয়েতে মর্নিং গ্লোরী বাংলাদেশ ইন্টাঃ স্কুল এর উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৬ আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রঅংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১ মার্চ সকালে স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। মর্নিং গ্লোরী বাংলাদেশ ইন্টাঃ স্কুল এর চেয়ারম্যান শহিদ ইসলাম পাপুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) আবদুল লতিফ খান। অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সংক্ষিপ্ত জীবনি নিয়ে আলোচনা করা হয়। সে সময় কেক কাটা সহ চিত্রঅংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Discussion about this post