বাংলার বার্তাঃ কুয়েতের জেলিব আল সুয়েখে বাঙালী অধ্যুষিত এলাকা হাসাবিয়া শাহজালাল বাকালায় গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে আটায় নাগাত আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের সূত্রপাত এখনো জানাযায়নি । ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় দুই তিন ঘণ্টা চেষ্টা করে
আগুন নিয়ন্ত্রন আনে। প্রত্যক্ষদর্শীরা জানায় এতে বেশ কয়েকজন বাংলাদেশি গুরুত্বর আহত হয়েছে তাদেরকে চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।
আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় দোকানের গোডাউনে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে । আশেপাশের বাংলাদেশিদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে । পুড়ে গেছে একই ভবনের উপর ও আশপাশে বাংলাদেশিদের থাকার রুম। ক্ষয়ক্ষতির পরিমানের সঠিক তথ্য এখনো জানা যায়নি, অগ্নিকান্ডের ঘটনায় ৫ জন আহত এর মধ্যে এক জনের অবস্থা আশঙ্কা জনক ।
Discussion about this post