কুয়েত- প্রবাস জীবনের শত কর্মবস্ততা ও সাংস্কৃতিক প্রতিকুলতা সত্ত্বেও বিদেশে হিন্দু সম্প্রদায়ী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আয়োজনের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতি ও কৃষ্টি-কালচার তুলে ধরেন বিজয়া উদযাপন পরিষদ, কুয়েত। এই উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে কুয়েতস্থ খাইতান কারমেল স্কুলের অডিটরিয়ামে। গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় সংগঠনের সভাপতি ফনী ভূষণ কুরী সভাপতিত্বে এবং শর্মিষ্টা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন, এনডিসি, পিএসসি। এ সময় রিপন কুমার গুপ্তের সম্পাদনায় ‘বিজয়া ২০১৫’ নামে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ঠ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতস্থ নেপাল দূতাবাসের দ্বিতীয় সচিব আমবিকা জুসি, বিমানের কান্ট্রি ম্যানেজার দিবাকর দেওয়ানজী, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শাহরিয়ার হুদা, ডা. অমল মিত্র, লুৎফর রহমান মোকাই আলীসহ অসংখ্য প্রবাসী সুধীজন ও তাদের পরিবার। ফণী ভূষণ কুরী, মলিনা সরকার, জয়শ্রী দাশ ও সুমা ভৌমিকের সঙ্গীত পরিচালনায় এবং তনিমা দাশ গুপ্তার নৃত্য পরিচালনায় বাংলার হাজারো বছরের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন চিত্র তুলে ধরেন হিন্দু সম্প্রদায়ীর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত
Discussion about this post