কুয়েতে প্রবাসী বাংলাদেশী কবি- সাহিত্যিকদের সংগঠন প্রবাসী সাহিত্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় কুয়েত সিটির রাজধানী হোটেলে। এতে নতুন কমিটি গঠন কল্পে প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েত’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি রফিকুল ইসলাম ভুলু এবং সাধারন সম্পাদক কবি আব্দুর রহিম লিখিত ভাবে পূর্বের কমিটি বিলুপ্ত করেন। নতুন করে কমিটি তৈরীর লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে আহবায়ক হিসাবে মোর্শেদ আলম বাদল, সদস্য সচিব কবি সেলিম রেজা ও সদস্য সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, কবি-সাংবাদিক শেখ এহছানুল হক খোকন, কবি ইমরান সিকদার কে দায়িত্ব দেওয়া হয় (গ্রহন যোগ্য একটি কমিটি তৈরী করতে)। সাহিত্য পরিষদেও মুখপত্র সাহিত্য পত্রিকা “জাগরনের” পূর্বের সম্পাদক মাসুদ করিমকে অব্যাহতি দিয়ে আগামীতে সম্পাদক নিধারন করে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। কুয়েত প্রবাসী সকল কবি সাহিত্যিকদের যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
শেখ এহছান খোকন কুয়েত ব্যুরো-
Discussion about this post