বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির গুলশান হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের টিম ম্যানেজার মঈন উদ্দিন মঈন এর সভাপতিত্বে ও গোল্ডেন সেলিম এর সঞ্চালনায় জার্সি বিতরণ করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ বিজনেস কাউন্সিল ( বিবিসি) কুয়েত এর সভাপতি লুৎফর রহমান খোকাই আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টিভি জার্নালিস্টস এসোসিয়েশন কুয়েত এর সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির আলম দিলীপ, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবুল, স্চ্ছোসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিন সহ অসংখ্য ব্রাহ্মণবাড়িয়ার কুয়েত প্রবাসী ও খেলোয়াড় বৃন্দ। বিগত দশ বছর কুয়েতে বি বাড়িয়া একাদশ ক্লাব সুনামের সাথে বিভিন্ন খেলায় অংশ নিয়ে বেশ পরিচিতি পেয়েছে । আগামীতে আরো ভালো করতে সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন বক্তারা । আলোচনা শেষে খেলোয়াড়দের জার্সি পরিয়ে দেন অতিথিরা।
Discussion about this post