মুহাম্মদ জালালউদ্দিন, কুয়েত প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কুয়েত’র উদ্যোগে ৪১ তম মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ২৯মার্চ কুয়েত সিটি রাজধানী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কুয়েত’র সভাপতি রবিউল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস’র ১ম শ্রম সচিব কে.এম. আলী রেজা। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ার লাইন্সর কান্ট্রি ম্যানেজার এ.এস. এম নজরুল ইসলাম আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি জাফরুজ্জামান লাল,আওয়ামী লীগ কুয়েত’র সাধারন সম্পাদক হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা শফিউল আলম, জাতীয় পাটি কুয়েত’র সাধারন সম্পাদক মোহাম্মদ ইসমাইল, আব্দুল খালেদ চৌধুরী। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কুয়েত’র সাধারন সম্পাদক, আজকের সূর্যদয় ব্যুরো চীপ মোহাম্মদ ইয়াকুব’র উপস্থাপনায় বক্তব্য রাখেন কে. এম আলী রেজা, এ.এস. এম নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মোহাম্মদ ইসমাইল, শামসুল হক প্রমুখ। হাবিবুর রহমান তাহার বক্তব্যে বলেন বর্তমান আওয়ামী লীগ মহাজোট সরকার সুপ্রতিষ্ঠিত ও সুন্দর ভাবে দেশ চালাচ্ছে। তিনি জাতির কাছে প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেত্রী বলেছেন মতিউর রহমান নিজামী, গোলাম আযম, মুজাহিদ, কামরুজ্জামান নাকি যুদ্ধাপরাধী নয়, তাহলে যুদ্ধাপরাধী করা বা কে? আপনি নাকি জিয়াউর রহমান। অনুষ্ঠানের সভাপতি রবিউল আলম মুক্তিযোদ্ধার পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। নৈশ্য ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।
Discussion about this post