কুয়েত প্রতিনিধি:কুয়েতে এই প্রথম কোন প্রবাসী মা কে রত্নগর্ভা হিসেবে সম্বর্ধনা দিয়েছে কুয়েত প্রবাসীরা। কুয়েতে স্বনামধন্য শিল্পপতি মারাফি কুয়েতিয়া গ্রুপ অব কোম্পানির সিইও বিশিষ্ঠ ব্যবসায়ী কাজী শহীদ ইসলাম পাপুল এর মাতা কাজী তহুরুন্নেছা কে রত্নগর্ভা সম্বর্ধনায় সম্মানিত করেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কুয়েত প্রবাসীরা।
শহীদ ইসলাম পাপুল কুয়েতে বঙ্গবন্ধু স্কুল্ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও কুয়েত আওয়ামী লীগ এর আহবায়ক এবং এন, আর,বি,কমার্শিয়াল ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টর। তার কোম্পানিতে প্রায় পনের হাজার বাংলাদেশী শ্রমিক কাজ করেন। তিনি অগনিত প্রবাসীকে চাকরী, আর্থিক সহযোগিতা, আকামার সমস্যা সমাধান সহ দুঃস্থ্য প্রবাসীদের বিপদে ঝাপিয়ে পরে কুয়েত প্রবাসীদের মাঝে দানবীর হিসেবে পরিচিত লাভ করেছেন।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরুয়া কাজী বাড়ীর রত্নগর্ভা কাজী তহুরুন্নেছার পাঁচ ছেলে দুই মেয়ে সাত সন্তানের সবাই প্রতিষ্ঠিত স্ব স্ব স্থানে।
শুক্রবার কুয়েতের আব্বাসীয়ার কমিউনিটি সেন্টারে সফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং বাহার উদ্দিন এর সঞ্চালনায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনিতীক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা শিক্ত হলেন রত্নগর্ভা কাজী তহুরুন্নেছা।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/Banglarbarta” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]
Discussion about this post