কুয়েতে সুধী প্রবাসি ও বিদেশি অতিথিদের সম্মানার্থে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
কুয়েতে রিগাইস্থ রামাদা হোটেলে ৫ জুলাই ২০১৪ শনি বার সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুর রহমান’র সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত ইন্টারন্যাশনাল ইসলামী সংস্থার চেয়ারম্যান হামুদ আল রুমি, বিশেষ অতিথি ছিলেন কুয়েত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ড. আদেল আল দামখি, কুয়েত ধর্ম -মন্ত্রনালয়ের ইমাম ও খতীব নাসের আল আতিকী।
অনুষ্ঠানে কোরআন, হাদিসের আলোকে রমজান শীর্ষক আলোচনা করেন, মাওলানা আব্দুর রব, ডঃ আমান, প্রকৌশলী মোস্তাকুল হাসান খান প্রমুখ। সেই সময় কুয়েতের বিভিন্ন আরবী সংস্থার বেশ কয়েকটি দেশের প্রধানগণ সহ কুয়েত প্রবাসি বিভিন্ন সুধীজনেরা উপস্থিত ছিলেন। মঈন উদ্দিন সরকার সুমন কুয়েত সিটি ॥
Discussion about this post