বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। দেশটিতে দীর্ঘদিন থেকে আমাদের পাশর্বর্তী দেশ ভারত ও ফিলিপাইন একচেটিয়া আধিপত্য বিস্তার করে আসছিল। এই খাতে বাংলাদেশেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দেরিতে হলেও এই খাতে ইতিমধ্যে বাংলাদেশ থেকে বেশ কিছু নারী -পুরুষ নার্স সরকারি ভাবে কুয়েতে এসে পৌছেছেন। কুয়েতে দক্ষ জনশক্তির এই দ্বারটি খুলতে বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান ও মিশনের অন্য কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর সহযোগিতায় প্রথমবারের মতো কুয়েতে দক্ষ জনশক্তি নারী-পুরুষ নার্স প্রবেশ করিয়ে কুয়েতের ইতিহাসে দৃষ্টান্ত সৃষ্টি করলো। চলতি বছরের ১৯ জুন থেকে শুরু করে এখন পর্যন্ত ৫১ জন পুরুষ নার্স ও ৫৯ জন নারী নার্স কুয়েতে পৌছেছে। সিটি গ্রুপ কোম্পানির অধিনে কুয়েতে বিভিন্ন সরকারী হাসপাতালে দায়িত্ব পালন করবেন তারা। ২৯ জুলাই শুক্রবার মাহবুল্লা নার্সদের হোস্টেল পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতে এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ.হ জুবেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেবজু।
মনোমুগ্ধকর পরিবেশে তাদের আলাদা বিল্ডিংয়ে থাকার ব্যবস্থা, স্বাস্থ্য সম্মত খাবার সহ সকল সুযোগ সুবিধা গুলোর প্রশংসা করে সন্তুষ্ট প্রকাশ করেন আগত নার্সরা।
কুয়েতের আইন অনুযায়ী মেডিকেল, ফিঙ্গার প্রিন্ট, সহ সকল প্রস্তুতি সম্পন্ন হলেই কর্মে যোগ দেবেন তাঁরা । তাছাড়া কন্টাক্ট চালু করতে চাহিদানুযায়ী নার্স এখনো কুয়েত এসে পৌঁছেনি। হয়ত আরো কিছু দিন সময় লাগবে বলে জানান সিটি গ্রুপ কোম্পানির হোস্টেল সুপারভাইজার কাওসার হোসেন। সিটি গ্রুপ কোম্পানির হাসপাতাল সুপারভাইজার মিঃ আদেল বলেন তারা নার্সদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে । তাদের হল গুলো সার্বক্ষনিক সিসি টিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষন করা হয়। কেউ হোস্টেলের বাহিরে গেলে কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে যেতে হয়।সবাইকে রাত নয়টার মধ্যে হোস্টেলে ফিরতে হয়।
কুয়েতে শুধু শ্রমিকই না আছে বাংলাদেশের দক্ষ জনশক্তি এই গৌরবের অংশীদার হতে পেরে সাধারন প্রবাসীরা আনন্দিত। কুয়েতে বাংলাদেশী নার্সদের দক্ষ সেবায় সন্তুষ্ট হবে স্থানীয় নাগরিকগন। স্বপ্নময় ভবিষ্যত বিনির্মাণের লক্ষ্যে নার্সরা তাদের অভিজ্ঞতা কাজে লাগাবেন। সার্বিকভাবে সকল সেক্টরে অন্য দেশের মতো কুয়েতে বাংলাদেশের দক্ষ জনশক্তির বাজারে সয়লাভ করবে সেই প্রত্যাশা সকলের।
Discussion about this post