কুয়েতে হোম ডেলিভারির জন্য নতুন শর্ত স্থগিত করায় আনন্দিত প্রবাসীরা। নতুন এই আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে স্থানীয় নাগরিক সহ প্রবাসীরা। গত মাসে কুয়েতে হোম ডেলিভারি কোম্পানি এবং এসব কোম্পানিতে কর্মরত ডেলিভারি ম্যানদের জন্য বেশ কিছু নতুন শর্ত জুড়ে দিয়েছিলো স্থানীয় প্রশাসন। শর্ত গুলোর মধ্যে ডেলিভারির কাজে ব্যবহৃত মোটরসাইকেল বা গাড়ীতে কোম্পানীর নাম, ডেলিভারি ম্যানদের অথবা গাড়ির চালকের একই কোম্পানির বৈধ ওয়ার্ক পারমিট, এবং স্বাস্থ্য কার্ড থাকা বাধ্যতামুলক।
পহেলা অক্টোবর থেকে এই নতুন শর্ত কার্যকর করার কথা ছিলো। এই শর্ত অমান্যকারী প্রবাসীদের কুয়েত থেকে নির্বাসিত করা হবে । স্থানীয় সংবাদ মাধ্যমে এমন সংবাদে দেখে হোম ডেলিভারি কোম্পানির সাথে জড়ীত এবং ডেলিভারির কাজে নিয়োজিত বিভিন্ন দেশের প্রবাসী চিন্তিত ছিলেন। গতকাল স্থানীয় গণমাধ্যমে নতুন শর্ত ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন এমন খবরে আনন্দিত প্রবাসীরা। বিভিন্ন ছোট, মাঝারি দোকান, বাকালা, মিনি সুপার মার্কেট, রেষ্টেুরেন্ট ব্যবসার সাথে জড়ীত প্রবাসী ব্যবসায়ীরা জানান নতুন শর্ত পুরন করে ব্যবসা করা খুব কঠিন হবে তাদের জন্য। নিজেদের দোকানের নামে গাড়ী ক্রয় করে বেতন ভুক্ত ড্রাইভার রেখে তাদের দিয়ে ডেলিভারি করানো অনেকের পক্ষে ব্যবসা করা সম্ভব হবে না বলে জানান। কুয়েতের একজন সংসদ সদস্য এমপি মজিদ আল মুতাইরি স্বররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতি এই আইনটি স্থগিত করে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। নতুন এই শর্তে শুধু প্রবাসীরাই নয় স্থানীয় নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন স্থানীয় নাগরিক ও প্রবাসীরা। নতুন শর্ত ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এই আইন বাতিল অথবা এর সুষ্ঠ একটি সমাধান হবে এই আশায় আছেন প্রবাসীরা।
Discussion about this post