মুহাম্মদ জালাল উদ্দিন- বাংলার বার্তা সিনিয়র প্রতিনিধিঃ কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগ’র ৬৩ তম প্রতিষ্ঠা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালন করে বাংলাদেশ আওয়ামী লীগ’র ( একাংশ ) কুয়েতের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগ’র (একাংশ) কুয়েতের উদ্যোগে ৫ই জুলাই ২০১২ কুয়েতস্থ সার্ক গ্রীণ আপেল হোটেলে’র বল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন এস. এম বেলাল ফারুক আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েতের একাংশ। নজরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন- আহবায়ক কমিটির সদস্য সচিব এম,এ মান্নান বাবু, ব্যবসায়ী এম, এ মিজান, সালাউদ্দিন। সভায় উপস্থিত ছিলেন বাবুল চৌধুরী বাবু, সুলতান আহম্মেদ, মাসুদ পারভেজ, জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন নয়ন প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- হুমকি দমকি দিয়ে রাজনৈতিকবিদ হওয়া যায়না অনুসরন-অনুকরন করে রাজনীতি করুন। বঙ্গবন্ধু’র তন্বয় কন্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। হিংসা বিদ্বেস করে রাজনীতি সংগঠনকে দুর্বল করার চেষ্টা করবেন না। আসুন আমরা সবাই মিলে হিংসা মতভেদ ভুলে রাজনীতির মূল লক্ষ্য বাস্থবায়ন করার চেষ্টা করি এবং জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। কুয়েত আওয়ামী লীগ’র (একাংশ) আহবায়ক এস. এম বেলাল ফারুক’র নেতৃত্বে সদস্য অর্ন্তভুক্ত হয়ে কমিটিকে শক্তিশালী করার আহবান জানান।
Discussion about this post