কুয়েত প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ নজরুল এর পিতা কমান্ডার আলহাজ্ব আব্দুর রহমান এর মৃত্যুতে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি। কুয়েত সিটির রাজধানী হোটেলে শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আতাউল গণি মামুন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আহাদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোখাই আলী, কুয়েত আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, ডা.মনির, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, রবিউল আলম রবি, জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মাহমুদ আলী , আব্দুল কাশেম ও সেকান্দর আলী প্রমুখ ।
কুয়েত প্রবাসী আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ নজরুল এর পিতা মরহুম কমান্ডার আলহাজ্ব আব্দুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে কুয়েত সিটির রাজধনী হোটেলে জরো হন কুয়েতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে সবাই দোয়ায় অংশ নেন। দোয়া পরিচালনায় করেন মাওলানা কয়সার আহমদ সেলিম।
Discussion about this post