কুয়েত প্রতিনিধিঃ কুয়েত প্রবাসী কামাল হোসেনের দ্বিতীয় পুত্র আদনান তাজওয়ার আদিব (২) নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু বরণ করে। মিরসরাইয়ের উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুজুর্গ উমেদনগর গ্রামের আক্রম আলী চৌধুরীর জামাতা কুয়েত প্রবাসী কামাল হোসেন। গত কয়েকদিন পূর্বে কামাল হোসেন এর পুত্র আদনান তার মা নাহিদা আক্তার রুমির সাথে নানার বাড়িতে বেড়াতে যায়।
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। রবিবার দুপুর ১২ টার সময় শিশু আদিব খেলার চলে বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজখুঁজির পর পুকুর থেকে আদিবকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কুয়েত প্রবাসী কামাল হোসেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ – কুয়েত শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কুয়েত প্রবাসী সহপাটিরা তার শোকশপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
Discussion about this post