কুয়েত প্রবাসী ক্রীড়া ব্যক্তিত্ব বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সদ্য প্রয়াত মরহুম ইজাজুর রহমান জুনেল কে উৎসর্গ করে ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েত। শুক্রবার আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ওসমানী স্পোর্টিং ক্লাব বনাম জিলিব স্পোর্টিং ক্লাব অংশ নেয়। খেলায় ওসমানী স্পোর্টিং ক্লাব ২০ ওভারে পাঁচ ইউকেট হারিয়ে ২১৩ রান করে এর বিপরিতে জিলিব স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয়। এতে ওসমানী স্পোর্টিং ক্লাব ৪৪জয়ী হয় । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ শিরোপা অর্জন করে তৌহিদুল ইসলাম।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ। ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হুমায়ুন আলী সহ অসংখ্য প্রবাসী খেলা উপভোগ করেন।
Discussion about this post