শেখ এহছান খোকন -কুয়েত ব্যুরো- গত ১৬ই জুন ২০১৬ ইং বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। নবনিযুক্ত রাষ্ট্রদূত এর আমন্ত্রনে কুয়েত প্রবাসী বাংলাদেশী (বিভিন্ন পর্যায়ের) নেতৃবৃন্দদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয় মান্যবর রাষাট্রদূত’র সভাপতিত্বে। উক্ত সভার সঞ্চলনা করেন এস এম মাহাবুবুল আলম কাউন্সিলর (রাজনৈতিক) বাংলাদেশ দূতাবাস কুয়েত। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল নাছিমুল গনি এনডিসি পিএসসি ডিএ বাংলাদেশ দূতাবাস কুয়েত, আব্দুল লতিফ কান কাউন্সিলার (শ্রম), প্রথম সচিব আনিছুজ্জামান, সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত পাটোয়ারী সহ উর্ধতন কর্মকতা এবং কমিউনিটির ব্যক্তিবর্গ মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল হান্নান, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শেখ আকরামুজ্জামান, আওয়ামী ফাউডেশন সভাপতি রফিকুল ইসলাম ভুলু, ব্যবসায়ী নেতাদের মধ্যে মোকাই আলী লুৎফর রহমান সভাপতি বিবিসি, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী সহ-সভাপতি বিবিসি, হাজী জোবায়ের আহমেদ বিশিষ্ট ব্যক্তিত্ব সহ বিভিন্ন প্রফেসর, ডক্টরস, ইঞ্জিনিয়ার, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বিগত দিনের বিভিন্ন পেক্ষাপট তুলে ধরে নবনিযুক্ত রাষ্ট্রদূত কে অবগত করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন রাষ্ট্রপতি এবং জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালন করার পাশাপাশি চারটি বিষয় এর উপর জোর দিয়ে বলেন- রাষ্ট্রের বদনাম না হয় সেদিকে দৃষ্টি রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাকে সহযোগীতা করা সহ তিনি সকল প্রবাসীদের কল্যানে বিশেষ করে শ্রমজীবি শ্রমিকদের পক্ষে কাজ করার কথা ব্যক্ত করেন। ব্যবসায়ীদের কে অনুরোধ করেন দেশে বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রকে আরো শক্তিশালী করে এগিয়ে নিতে আহবান জানান, তিনি জোড়ালো ভাবে বলেন অবশ্যই দেশদ্রোহী ও ৭১এ যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছেন সেখানে কোন আপোষ নয়। বিশেষ করে আওয়ামীলীগ সরকার কে এগিয়ে নিতে হলে কুয়েতে অবস্থানরত সকল আওয়ামীলীগ’র নেতা কমীরা ঐক্যবদ্ধ হয়ে দূতাবাসকে সহযোগীতা করার আহবান জানান। রাষ্ট্রযন্ত্রকে সচলরাখার মুখ্য ভূমিকাই প্রবাসীদের বলে তিনি জানান অবশ্যই আমি তাদের জন্য কাজ করবো বলে আবেগে কেদে ফেলেন। শুধু দলের জন্য নয় তিনি এখন রাষ্ট্রের এখানে যে দলই থাকুক, কেউ অনৈতিক কিছু না করলে অবশ্যই তাদের পাশে দাড়াবেন বলে আশ্বস্ত করেন এবং বাংলাদেশের ভিসা উন্মক্ত সহ বিভিন্ন সমস্যা সমাধানের কথা ব্যক্ত করেন।
Discussion about this post